Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

১. জরুরী গ্রাহকদের খাদ্যদ্রব্য ও অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহ করা (খাদ্যশস্য আমদানী, রেশন)।

২. আপৎকালীন মজুদ গড়ে তোলা (নিরাপত্তা মজুদ)।

৩. খাদ্যশস্য উৎপাদনেস্বংসম্পূর্নতা অর্জনে সহায়তা করা (অভ্যন্তরীন সংগ্রহ)।

৪. সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করা ( ভিডব্লিওবি, ভিজিএফ, কাবিখা ও টিআর)।

৫. মূল্য স্থিতিশীলতা অর্জন করা (ওএমএস)।

৬. কার্যকর ও নির্ভরযোগ্য খাদ্যসংগ্রহ, সরবরাহ এবং বিতরণ ব্যবস্থাপনা।

৭. কৃষক এবং ভোক্তা-বান্ধব খাদ্য মূল্য কাঠামো অর্জন।

৮. কার্যকর ও যুগোপযোগী খাদ্য বিতরণ ব্যবস্থা/পদ্ধতি প্রবর্তন।

৯. খরা ও দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলার সফল ব্যবস্থাপনা।

১০. দরিদ্র ও সামাজিকভাবে বঞ্চিতজনগনকে খাদ্য সংগ্রহে সহায়তা প্রদান।

১১. খাদ্য নিরাপত্তা নীতিকে দৃর্যোগ ব্যবস্থাপনা/ত্রাণ বিতরণ ব্যবস্থাপনার সাতে সমন্বিত করন।

১২. লক্ষ্য ভিত্তিক খাতে জনসাধারনের কাছে খাদ্য শস্য যথঞাসময়ে পৌছানো।

১৩. পেশাদারী, সক্ষম এবং দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা।

১৪. ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা।